শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

শ্রীনগরে প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২২, ৪:০৭ পিএম

পুষ্টি, মেধা, দারিদ্র্য বিমোচন প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন এই স্লোগানে মুন্সীগঞ্জের শ্রীনগর প্রাণীসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২ টায় উপজেলার ষোলঘর এ কে এস কে উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ও ভেটেনারি হাসপাতালের আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনীতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, উপজেলা সহকারী কমিশনার ভূমি ব্যারিস্টার সজিব আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা সান্তনা রানী, উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম, ফায়ার সার্ভিস ওয়্যার হাউস ইনস্পেক্টর মো. মাহফুজ রিবেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত খামারিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন