শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিএনপি এখন কি করবে তা তারা নিজেরাই জানেন না: আব্দুর রহমান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২২, ৮:০৬ পিএম

নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে বিএনপি আইন তৈরী করতে দাবি করেছিল, আওয়ামী লীগ সরকার তা করেছে। এখন তারা বলে ওই আইন মানি না। তারা এখন কি করবে তা তারা নিজেই জানে না। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দেশ যখন এগিয়ে চলেছে, তখন একটি কুচক্রিমহল বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশের উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগ সরকারের আর পিছনে ফিরে তাকানোর সময় নেই। শেখ হাসিনার নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে। তিনি আছেন বলেই বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।


গতকাল বুধবার বিকেলে ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান এ কথা গুলো বলেছেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রতন কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল হক বকুর পরিচালনায় মধুখালীর কামালদিয়া বাজার সংলগ্ন বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, ফরিদপুর জেলা শ্রমিকলীগের আহবায়ক গোলাম মো. নাছির, মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, ফরিদপুর জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মাহমুদা বেগম, মধুখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ মিঞা, অ্যাড. আলিউজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান বাবলু মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, কামালদিয়া ইউপি চেয়ারম্যান হাবিবুল বাসার, মেগচামী ইউপি চেয়ারম্যান হাসান আলী খান, গাজনা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, ডুমাইন ইউপি চেয়ারম্যান খুরশিদ আলম মাসুম, রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আ. ছত্তার শেখ, ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাকির আহমেদ টোকন, কামালদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম মাসলাতি প্রমুখ।

সভায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগসহ প্রায় ছয় শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন