পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় দু'টি মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্য আরিফুর রহমান(৩৩) নামে একজনের অবস্থা গুরত্বর বুঝে তাকে বরিশাল শেবাচিমে (বরিশাল মেডিকেল কলেজ) পাঠান হয়েছে। বাকি তিন জনকে চিকিৎসা দিয়ে নেছারাবাদ উপজেলা প্রধান স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার স্বরূপকাঠি-পিরোজপুর সড়কের জাহিদিয়া মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নেছারাবাদ উপজেলা থেকে মোঃ আরিফুর রহমান একজনকে সাথে নিয়ে নিজ মটর সাইকেলে চড়ে সেহাংগল যাচ্ছিলেন। এসময় তার মটর সাইকেলটি মাদরাসায় এলাকার রাস্তায় পৌঁছালে বিপরীতগামী থেকে আশা একটি মটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলে ওই দুই মটর সাইকেলের চালক আরহী মিলিয়ে মোট পাঁচ জন আহত হয়। আহত বাকি চারজনের নাম জানা যায়নি।
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: ফিরোজ কিবরিয়া জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি একজনের অবস্থা খারাপ বুজে বরিশাল পাঠান হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন