শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সাড়ে ৯ লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২২, ৬:৩৯ পিএম | আপডেট : ৬:৪০ পিএম, ১৭ ফেব্রুয়ারি, ২০২২

পটুয়াখালী জেলার গলাচিপায় সাড়ে ৯ লাখ টাকার জাল নোটসহ মো. খোকন (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান। গ্রেফতারকৃত খোকন জেলার রাঙ্গাবালী উপজেলার বাহেরচর গ্রামের মৃত তোফাজ্জেলের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজর রহমান জানান, খোকন আন্ত:জেলা জাল টাকার নোট বিক্রয় ও বিতরনকারী চক্রের সক্রিয় সদস্য। গতকাল শেষ বিকেলে ডিবি পুলিশের একটি টিম গলাচিপা পৌর শহরের কাঠপট্রি এলাকায় অভিযান চালিয়ে জাল টাকার নোটসহ তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১ হাজার টাকার বিভিন্ন সিরিয়ালের ৭৯৬ টি এবং ৫ শ‘ টাকার বিভিন্ন সিরয়ালের ৩০৮টি জাল নোট জব্দ করে। পরে খোকনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার সহযোগী একাধিক ব্যক্তির নাম প্রকাশ করে। সে জাল টাকা ক্রয় বিক্রয়ের সময় বিভিন্ন নাম ব্যবহার করতো। এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে গলাচিপা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

তিনি আরও বলেন, খোকনের সহযোগীদের গ্রেফতারে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন