রোগ হচ্ছে সমস্যা, আরোগ্য তার সমাধান। দুটোর মাঝে কি হয় শরীরে, কেমন করে হয় সমস্যাগুলো, তার সম্পর্কে প্রাঞ্জল ধারনা তৈরি করে প্রতিকার এবং প্রতিরোধের সমাধান। কথাসাহিত্যিক অপূর্ব চৌধুরী তার চিকিৎসক পেশার অন্তর্নিহিত জানার আলোকে বিজ্ঞানের বিষয়গুলোকে করে তুলেছেন সহজ, সাবলীল, স্ফটিক।
সাহিত্য আর বিজ্ঞান যখন হাত ধরাধরি করে একজন চিকিৎসকের হাত দিয়ে বেরিয়ে আসে, তখন তা বুঝের গতিকে পরিষ্কার করে দেয়। মজার মজার তথ্যের উল্লেখ অনুধাবনের সরণিকে করে আরও আনন্দময়। ডা. অপূর্ব চৌধুরীর ‘রোগ ও আরোগ্য’ চিকিৎসা এবং বিজ্ঞানকে সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসক, বিজ্ঞানী এবং বিজ্ঞান সচেতন পাঠককে আরও প্রাজ্ঞ করে তোলে।
রোগ ও আরোগ্য
দৈনন্দিন জীবনে সুস্থ থাকার উপায়
ডা. অপূর্ব চৌধুরী
ভাষাচিত্র প্রকাশনী
অমর একুশে গ্রন্থমেলা ২০২২।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন