শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ভর্তি পরীক্ষার ২৪ ঘণ্টার মধ্যেই ফল প্রকাশ করল খুবির জীববিজ্ঞান স্কুল

প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : ভর্তি পরীক্ষা গ্র্রহণের ২৪ ঘন্টার মধ্যেই ফল প্রকাশ করে রেকর্ড সৃষ্টি করলো খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুল। গত বৃহস্পতিবার দুপুর ১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এ স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার দুপুর ১২টায় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান ফলাফল অনুমোদন প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করেন। তিনি ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের ২৪ঘন্টার মধ্যে ফলাফল তৈরির কাজ সুসম্পন্ন করার জন্য জীববিজ্ঞান স্কুলের ভর্তি কমিটির সভাপতিসহ কমিটির সকল সদস্য এবং এর সাথে সম্পৃক্ত শিক্ষকদের ধন্যবাদ জানান। এ সময় ট্রেজারার খান আতিয়ার রহমান, সংশ্লিষ্ট ভর্তি কমিটির সভাপতি জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাজমুল আহসান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টিপু সুলতান ও সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। জীববিজ্ঞান স্কুলে ভর্তি পরীক্ষায় ৫ হাজার ১৩৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৩১২০ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৬০ দশমিক ৭৬ শতাংশ। এ স্কুলে নির্ধারিত আসনে ভর্তির জন্য মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। ফলাফল বিশ্ববিদ্যালয় ওয়েব সাইটে িি.িশঁ.ধপ.নফ পাওয়া যাচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন