চট্টগ্রাম থেকে দুবাই যাওয়ার পথে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর ছোট ভাই আমজাদ হোসেন চৌধুরীকে (৪৮) গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।
গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে সীতাকুন্ড থানা হয়ে আদালত এবং সেখান থেকে গতকাল শুক্রবার কারাগারে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুটি মামলায় তার দেশত্যাগে নিষেধাজ্ঞা ছিল। তার বিরুদ্ধে ১৫টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। বেশির ভাগ মামলায় অর্থ আত্মসাৎ, ঋণ জালিয়াতি কিংবা ঋণখেলাপির অভিযোগ রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন