আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস ২০২২ উপলক্ষে সিলেট মহানগর বিএনপি বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। কর্মসূচীতে রয়েছে, ২১শে ফেব্রুয়ারি সোমবার দিনের শুরুতে মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, শহিদ মিনারে সকাল ১০টায় পুস্পস্তবক অর্পণ, সকাল ১১টা ৩০ মিনিটের সময় ভাতালিয়াস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির আহবায়ক আবদুল কাইয়ুম জালালি পংকি ও সদস্য সচিব মিফতা সিদ্দিকী এই সব কর্মসূচীগুলো সফল করে তোলার জন্য সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ, ২৭টি ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে এই আহবান জানান ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন