ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে শামসুদ্দিন শেখ নামে এক হাজতির মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স যোগে ঢাকা ম্যাডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শামসুদ্দিন চাঁদপুর সদর থানার মধ্যে ইচুলী গ্রামের শেখ বাড়ির মুক্তার শখের ছেলে। তিনি রাজধানীর কাফরুল থানার দুটি হত্যা মামলার আসামি ছিলেন। নিহত সামসুদ্দিন আদালতের বিচারাধীন রায়ে হাজতি হিসেবে ২০১৮ সাল থেকে কারাগারে বন্দী ছিল। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ চন্দ্র জানান, শামসুদ্দিন এসকোলিয়স উইথ ব্যাক পেইন রোগে আক্রান্ত ছিলেন। তাকে গত বছরের ডিসেম্বর মাসে কাশিমপুর কারাগার থেকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। এর আগেও কয়েকবার তাকে হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা করানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন