শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পার্থ সারথি উপর হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই

উপজেলা আওয়ামীলীগের এমএ মোতালেব সিআইপি

সাতকানিয়া (উপজেলা) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ১১:৪৬ পিএম

সাতকানিয়ার খাগরিয়ায় পার্থ সারথি চৌধুরীর উপর হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখছেন সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এমএ মোতালেব সিআইপি।


সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ মোতালেব সিআইপি বলেছেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথির উপর নৃশংস হামলা জড়িত স্বতন্ত্র প্রার্থী জসিমসহ সকলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। খাগরিয়ার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জসিমের কাছে অবৈধ অস্ত্রের ভান্ডার রয়েছে। সে খাগরিয়ার দাঙ্গা দলের প্রধান। পুরো খাগরিয়ার দাঙ্গা ও অস্ত্রবাজীসহ সকল অশান্তির মূল নায়ক জসিম। এজন্য তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। গত ৬ ফেব্রুয়ারী রাতে সাতকানিয়ার খাগরিয়ার মাইজ পাড়ায় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথির উপর হামলার প্রতিবাদে শনিবার (১৯ ফেব্রুয়ারী) বিকালে সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যেগে খাগরিয়া ভোর বাজারে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিবাদ সভায় প্রধান বক্তা সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী বলেন, পার্থ সারথি চৌধুরী খাগরিয়ার ভোর বাজার এলাকায় তার মৃত বোনের বাড়িতে যাচ্ছিলেন। এসময় স্বতন্ত্র প্রার্থী জসিমের নেতৃত্বে তার উপর নৃশংস হামলা চালানো হয়। হামলাকারীরা তার ব্যবহৃত গাড়িটিও ভাংচুর করে। শুধু তাই নয়, পার্থ সারথিকে মারধর করে গুরুতর আহত করার পর অবৈধ অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা করে। এই ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার পূর্বক শাস্তির দাবী জানাচ্ছি।

সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাইফুদ্দিন হাসান শাহীর সভাপতিত্বে ও উত্তর সাতকানিয়া সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোহাম্মদ ফোরকানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক নাছির উদ্দিন মিন্টু,ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন, ওসমান আলী, তাপস কান্তি দত্ত, নাছির উদ্দিন টিপু, বীর মুক্তিযোদ্ধা হাফেজ আহমদ, তসলিমা আক্তার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক রাশেদ আজগর চৌধুরী সুজা, উত্তর সাতকানিয়া সেচ্ছা সেবক লীগের সভাপতি এরফানুর রহমান সুমন, সেক্রেটারী আবু ছালেহ শান, যুবলীগ নেতা হারুনুর রশিদ খোকা, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী, যুবলীগ নেতা আলী নুর মানিক, মোহাম্মদ মোরশেদ, রাশেদুল ইসলাম, ফখরুল হাবিব মাসুম ও মোহাম্মদ মামুন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন