সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ফেসবুকে পোস্ট: ফেনীতে যুবদল নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২২, ১:৩৩ পিএম

পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) বিরুদ্ধে ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার অপরাধে আবু তাহের ওরফে কালু নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রাতে ফেনী শহরের বারাহিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আবু তাহের ওরফে কালু ফেনী জেলার দাগনভূঞা উপজেলার সমাসপুর এলাকার আবু বক্কর ছিদ্দিকের ছেলে। তিনি উপজেলার রাজাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এর আগে শনিবার তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন পরশুরাম উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সফিকুর রহমান মজুমদার কামরুল। তিনি পরশুরাম উপজেলা মানবাধিকার কাউন্সিলের উপজেলা সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।

পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. খালেদ হোসেন মামলার বরাত দিয়ে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদকে নিয়ে অবমাননাকর, হেয় প্রতিপন্নমূলক, ষড়যন্ত্র ও উসকানিমূলক, কুরুচিপূর্ণ বিভ্রান্তিমূলক মন্তব্য পোস্ট করায় ক্ষুব্ধ হয়ে যুবলীগ নেতা সফিকুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন।

যুবলীগ নেতা কামরুল জানান, ফেসবুকে সরকার এবং আইন-শৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করাসহ দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য মিথ্যা, কুরুচিপূর্ণ মানহানিকর মন্তব্য ও লেখা পোস্ট করার জন্য যুবদল নেতা আবু তাহেরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন