শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

না.গঞ্জে ২৪ ঘন্টায় ৩৬৪ জনের নমুনা সংগ্রহ, আক্রান্ত ১০

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২২, ৪:২২ পিএম

বিগত কয়েক দিনে করোনার সংক্রমণ কিছুটা কমেছে। কমেছে মৃত্যুর সংখ্যাও নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ১০জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এই নিয়ে জেলায় মোট ৩০ হাজার ১শ’ ২৫জন আক্রান্ত হয়েছেন। এছাড়া জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে নতুন করে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। নারায়ণগঞ্জে এ যাবৎ ৩শ’ ৩২জনের মৃত্যু হয়েছে, তবে এই সংখ্যা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আরও বেশী।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে রবিবার (২০ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য প্রকাশ করা হয়।
১৯ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ৩শ’ ৬৪জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে মোট ২ লাখ ৩২হাজার ৭শ’ ৮১জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে আড়াইহাজারে ০জন, বন্দরে ২জন, এনসিসি এলাকায় ২জন, রূপগঞ্জে ৪জন, সদর উপজেলায় ২জন, সোনারগাঁও এলাকায় ০জন আক্রান্ত হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন