বাহুবল (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা : বাহুবলে গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার সাতকাপন ইউনিয়নের মহিষদুলং গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি হলেন উপজেলার মহিষদুলং গ্রামের সুনাফর উল্লার ছেলে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদার মোজাম্মিল মিয়া (৬০)।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাতকাপন ইউনিয়নের মহিষদুলং গ্রামের চৌধুরী বাড়ির ছগির মিয়ার সাথে গাছ রোপনকে কেন্দ্র করে মোজাম্মিল মিয়ার পরিবারের বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে মোজাম্মেল মিয়া গাছ কাটতে গেলে বাধা দেয় ছগির মিয়ার ভাই-ভাতিজারা। এক পর্যায়ে বাগি¦তÐার জের ধরে প্রতিপক্ষের আঘাতে আহত হন মোজাম্মিল মিয়া। সাথে সাথে মোজাম্মিল মিয়াকে প্রথমে বাহুবল ও পরে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে বেলা ১১টার দিকে মোজাম্মিল মিয়া মারা যান।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ফিকলের আঘাতে সে মরা যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন