শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ফেনী পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক রেজাউল ইসলাম দুর্নীতির মামলায় রংপুর থেকে গ্রেফতার

প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রংপুর জেলা সংবাদদাতা : দুই কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে পাসপোর্ট অধিদফতর ফেনীর সহকারী পরিচালক রেজাউল ইসলাম গতকাল শুক্রবার গ্রেফতার হয়েছেন। কাচারী বাজার মৌবন হোটেল থেকে তাকে গ্রেফতার করেন দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। রংপুর দুদক আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মোজাহার আলী গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেন।
দুদক কর্মকর্তারা জানান, রেজাউল ইসলাম জনতা ব্যাংক নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কৈমারী শাখার ম্যানেজার পদে থাকাকালিন দুই কোটি ১৪ লাখ ৬১ হাজার ৩০০ টাকা আত্মসাৎ করেন। এ অভিযোগে জনতা ব্যাংকের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। আসামি জনতা ব্যাংক থেকে চাকরিচ্যুত হওয়ার পর পাসপোর্ট অধিদফতরে যোগদান করেন। বর্তমানে তিনি ফেনীতে পাসপোর্ট অফিসে সহকারী পরিচালক হিসেবে কর্মরত আছেন। গোপন সংবাদের উপর ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে সরাসরি কোতয়ালী থানায় নিয়ে আসা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন