শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাজশাহীতে ৪০ জয়িতাকে সম্মাননা প্রদান

রাজশাহী ব্যুরো: | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০২ এএম

রাজশাহী অঞ্চলের ৪০ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে বিভাগের আট জেলার বিশেষ এসব নারীকে সম্মাননা দেয়া হয়। এদের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে ১০ জন জয়িতাকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে।

তারা হলেন- সিরাজগঞ্জের সানজিদা আক্তার শিমু, ফরিদা পারভীন, লাভলী পারভীন, চাঁপাইনবাবগঞ্জের রোজিনা আনোয়ার, রাজশাহীর ড. হোসনে আরা আরজু, জয়পুরহাটের রোজিনা খাতুন, বগুড়ার বুলবুলি রানী বর্মন, ফৌজিয়া হক বীথি, নওগাঁর রাহেনা ইসলাম ও পাবনার কামরুন নাহার। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় এই সম্মাননা প্রদানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভিন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সুজায়েত ইসলাম, জেলা প্রশাসক আব্দুল জলিল ও নারী নেত্রী শাহীনা আকতার রেনী।

অনুষ্ঠানে অর্থনৈতিক সাফল্য অর্জন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জন, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যোমে জীবন শুরু করা, সফল জননী ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য পাঁচটি ক্যাটাগরিতে প্রতিটি জেলার পাঁচজন করে ৪০ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন