শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পঞ্চগড় সীমান্তে উত্তেজনা

পঞ্চগড় জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০১ এএম

পঞ্চগড় সীমান্তে স্থাপনা নির্মাণ করা নিয়ে উত্তেজনায় সতর্কবস্থায় রয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। গতকাল রোববার দুপুরে নীলফামারী ৫৬ বিজিবির কর্মকর্তারা ওই এলাকা পরিদর্শন করেন বলে জানা গেছে। পঞ্চগড় সদর উপজেলার মাগুরমারি বিওপির আওতায় ডাঙ্গা পাড়া এলাকায় সীমান্তে চাওয়াই নদীতে অপরদিকে ভারতের সীমান্তবর্তী চাউলহাটি এলাকায় ভারতের কর্তৃপক্ষ সেতু নির্মাণ করা নিয়ে গত কয়েক দিন থেকে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। স্থাপনাটি সেতু নাকি বাঁধ সেটা জানার জন্য আপত্তি জানিয়েছেন বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি)। এ নিয়ে বিজিবি ও স্থানীয়দের মধ্যে ছিল অস্পষ্টতা। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সীমান্তে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি নজরদারি বাড়িয়েছেন বলে জানান স্থানীয়রা। এদিকে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ওই সীমান্তে ভারতের বিএসএফের টহল বাড়িয়েছে। নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) জানান, চাওয়াই নদীর ওপর ভারতের কর্তৃপক্ষ সেতু সংস্কার করছে, না বাঁধ নির্মাণ করছে।
সেটা জানার জন্য দুই পক্ষের আলোচনা চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন