মাদারীপুরে ডাকাত দলের সরদারসহ ১৩ জন ডাকাতকে গ্রেফতার করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মাদারীপুর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। গ্রেফতারকৃত ডাকাতরা হলেন- কালকিনি উপজেলার চর ঠেঙ্গামারা এলাকার সোহরাব বেপারীর ছেলে ডাকাত সরদার মনির বেপারী, শিবচর উপজেলার মির্জারচর মুন্সীকান্দি এলাকার আবুল হোসেনের ছেলে হাসান মুন্সী ও একই উপজেলার নলগোড়া এলাকার হালান বেপারীর ছেলে মিজান বেপারী। এছাড়া ডাকাতি মামলায় এর আগে আরও ১০ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে মাদারীপুর জেলা পুলিশ।
পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, গত ১১ জানুয়ারি মাদারীপুর ডাসার থানার পূর্ব মাইজপাড়া মনির হোসেনের বাড়িতে, ১৭ জানুয়ারি একই থানার কর্নপাড়া গ্রামে আবু তালেব মাস্টার, ২২ জানুয়ারি রাতে রাজৈর থানার মুছারকান্দি গ্রামের সোনিয়া আক্তারের বাড়িতে এবং একই রাতে চরমোস্তফাপুর গ্রামের শহীদ মল্লিকের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। পরবর্তীতে ভুক্তভোগী পরিবারগুলো ডাসার থানায় ১টি ডাকাতি, ১টি দস্যুতা মামলা ও রাজৈর থানায় ১টি ডাকাতি মামলা দায়ের করে। ডাকাতি মামলায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডাকাত দলের সদস্য সুমনকে প্রথমে গ্রেফতার করে মাদারীপুর জেলা গোয়েন্দ পুলিশ। সুমন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন