সংঘবদ্ধ হয়ে ছিনতাইয়ে প্রস্তুতি নেওয়ার সময় পুলিশের হাতে গ্রেফতার হওয়া ৫ তরুণ জানালো, বাড়তি আয়ের চিন্তা থেকেই তারা এই পথে এসেছে।
গতকাল সোমবার বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী তার কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে জানান, নারুলী পুলিশ ফাঁড়ির সদস্যরা ভাটকান্দী ব্রিজের কাছের নির্জন সেগুন বাগানের ভেতর থেকে ৫ তরুণকে গ্রেফতার করে।
তারা হলো - বগুড়া শহরের সেউজগাড়ী এলাকার সাবেক পৌর কাউন্সিলর ও শ্রমিক নেতা ইব্রাহিম হোসেনের ছেলে ইসতিয়াক হোসেন,একই এলাকার হাবিবুর রহমানের ছেলে সিয়াম হোসেন বাঁধন, ঠনঠনিয়া এলাকার ফিরোজ পশারী রানার ছেলে পারভেজ পশারী, পুরান বগুড়ার আয়নুল হকের ছেলে আহসান হাবিব ও একই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে তৌহিদুল ইসলাম ।
তাদের কাছ থেকে চাইনিজ কুড়াল,ছুরি,পটকা ও ৩ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা সবাই ধনিক পরিবারের সন্তান।
তবে নিজেদের পকেট খরচার বাড়তি টাকা উপার্জনের জন্য ছিনতাই ও ডাকাতি করতো বলে পুলিশের কাছে স্বীকারোক্তি করেছে তারা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন