শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গৌরীপুরে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ডসহ ১ জনকে কারাদন্ড

গৌরীপুর সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২২, ৬:৩০ পিএম | আপডেট : ৮:৪৮ পিএম, ২২ ফেব্রুয়ারি, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার ২২ ফেব্রুয়ারী দুপুরে গৌরীপুর পৌর শহরের হাট বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করার অপরাধে গোলকপুর এলাকার আব্বাস আলী পুত্র নুর ইসলাম (৩৫) কে ১৫০০ টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। অপরদিকে সোমবার রাতে ভ্রাম্যমান আদালতে হেরোইন সেবনকালে ১ জনকে আটক করে। আটককৃতকে হেরোইন সেবন ও সরাঞ্জমাদী সংরক্ষণ করার অপরাধে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।

দন্ডপ্রাপ্ত গৌরীপুর পৌরসভার কালীপুর মধ্যম তরফ এলাকার মোঃ মোক্তার উদ্দিন পুত্র মোঃ খায়রুল ইসলাম রতন (৩৫)। তার কাছ থেকে উদ্ধারকৃত হেরোইন ও সরাঞ্জমাদী পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। ভ্রাম্যমান আদালত ২ টি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ। সার্বিক সহায়তা করেন গৌরীপুর থানা পুলিশ ও গৌরীপুর উপজেলা মৎস্য অধিদপ্তর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন