শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দুমকিতে কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু, লাশ উদ্ধার

দুমকি (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২২, ১১:৩৯ পিএম | আপডেট : ১১:৫৫ পিএম, ২২ ফেব্রুয়ারি, ২০২২

পটুয়াখালীর দুমকিতে বৃষ্টি রানী (১৮) নামের এক কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ২২/০২/২২ইং মঙ্গলবার দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। বৃষ্টি দুমকি সরকারি জনতা কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী। বৃষ্টি রানী উত্তর মুরাদিয়া ১নং ওয়ার্ডের বিজয় হাওলাদারের মেয়ে।

এলাকাবাসী জানান, বৃষ্টি রানী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।তাদের ধারনা প্রেম ঘটিত কারণে অভিমান করে সে আত্মহত্যা করেছে। তবে পরিবারের দাবী বৃষ্টি স্ট্রোক করে মারা গেছে।

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানান, দুমকির মুরাদিয়ায় এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমন খবর পাওয়া গেলে থানা পুলিশ ঐ বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে। তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারণ বলা যাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন