চরমোনাই দরবার শরীফের বার্ষিক মাহফিলে যোগদানেচ্ছু মুসল্লিবাহী একটি যাত্রী বোঝাই ট্রলার ডুবিতে নিখোঁজ ৪ যাত্রীর মধ্যে তিনজনের লাশ উদ্ধার করেছে বরিশালের নৌফায়ার স্টেশনের কর্মীরা। সিরারজগঞ্জ থেকে ৩০ জন মুসল্লি চরমোনাই দরবার শরীফের মাহফিলে আসার পথে গতকাল বুধবার শেষ রাতে বরিশালের নলচরের কাছে আড়িয়াল খাঁ নদে আকষ্মিকভাবেই তাদের ট্রলারটি উল্টে যায়। দুর্ঘটনার পর প্রায় সব যাত্রীরা সাঁতরিয়ে কিনারায় পৌঁছাতে পারলেও ৪ জনের কোন খোঁজ মিলছিল না।
গতকাল বুধবার সকালে খবর পেয়ে প্রায় ৩৫ কিলোমিটার দূরে দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে বরিশাল রিভার ফায়ার স্টেশনের কর্মীরা। এসময় তারা ৩ জনের লাশ উদ্ধার করলেও একজন এখনো নিখোঁজ রয়েছে।
নৌপুলিশের বরিশাল সদর থানার ওসি ইন্সপেক্টর হাসনাত জামান সাংবাদিকদের জানান, চরমোনাই মাহফিলে যোগ দিতে মুসল্লিরা ট্রালারটিতে করে সিরাজগঞ্জ থেকে আসছিলেন। কিন্তু গন্তব্যের কাছাকাছি পৌঁছার পরেই আকষ্মিকভাবেকই ট্রলারটি ডুবে যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন