শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

উখিয়ায় ৪ রোহিঙ্গা ডাকাত আটক

উখিয়া (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৭ এএম

ডাকাতির প্রস্তুতিকালে ৪ রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে ১৪ এপিবিএন সদস্যরা। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১টি রামদা, ১টি লোহার রড, ১টি ছোট দা, ১টি ছোরা, ও ছোট দা। গত বুধবার সন্ধ্যার দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, ১ নম্বর ইস্ট ক্যাম্পের মৃত নুর ইসলামের ছেলে সায়েদুল আমিন, মো. কালুর ছেলে শফিক আলম, মৃত নুরুল হকের ছেলে খাইরুল আমিন ও আব্দুল হাকিমের ছেলে ইব্রাহিম খলিল। ১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কুতুপালং লম্বাশিয়া কোডেক স্কুলের সামনে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৪ জন রোহিঙ্গাকে দেশীয় অস্ত্রসহ হাতে নাতে আটক করা হয়। আটককৃত রোহিঙ্গাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন