গাজীপুর মহানগরের টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে লোহার রডসহ একটি মিনি ট্রাক ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- ইমন মারুফ, সেলিম সেখ, ফারুক হোসেন, রতন মিয়া ও শাহিন আলম মানিক (২০)।
র্যাব জানায়, একটি সংঘবদ্ধ চোর চক্র দীর্ঘদিন যাবত টঙ্গী ও গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরকারী স্থাপনা ও প্রজেক্টের লোহার রড চুরি করে বিক্রয় করে আসছে। গত বুধবার রাতে টঙ্গী আরিচপুর এলাকায় লোহার রড চোর চক্রের কতিপয় সদস্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের হেফাজতে থাকা ১টি মিনি ট্রাক, ৩’শ ১০ কেজি লোহার রড, ১টি পাওয়ার টিলারের লোহার চাকা, ১টি মিকচার মেশিনের লোহার চাকা, ৬টি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার ৫’শ ৫০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন