সিলেট অফিস : বর্ণাঢ্য আয়োজনে এক দশকপূর্তি পালন করছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)। এ উপলক্ষে গতকাল (শনিবার) নানা আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা। ২০০৬ সালের ২ নভেম্বর যাত্রা শুরু করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। কৃষি সংক্রান্ত শিক্ষার ক্ষেত্রে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ হচ্ছে সিকৃবি।
দশকপূর্তী উপলক্ষে শনিবার সকালে বিশ্ববিদ্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারসহ বিভিন্ন স্থান ঘুরে আবার ক্যাম্পাসে ফিরে যায়। র্যালির নেতৃত্বে ছিলেন সিকৃবির উপাচার্য ড. মো. গোলাম শাহি আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, প্রক্টর প্রফেসর ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন