স্টাফ রিপোর্টার : বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন-এর আজীবন সদস্য ও সাবেক সভাপতি ডা. আবুল কাশেম গতকাল বিকাল ৩টা ৩৫মি.-এ রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯৫ বছর।
বর্ণাঢ্য জীবনের অধিকারী দেশের সবচেয়ে প্রবীণ চিকিৎসক ডা. আবুল কাশেম বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনে দুইবার নির্বাচিত সভাপতি, ঢাকা মেডিক্যাল কলেজের এনাটমি বিভাগে প্রফেসর ও অধ্যক্ষ, ও বাংলাদেশ এনাটমি সোসাইটির সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি দুই কন্যা, এক পুত্র, পরিবার-পরিজনসহ অসংখ্য ছাত্র-ছাত্রী, গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর দুই কন্যা ও জামাতা চিকিৎসক, একমাত্র পুত্র প্রকৌশলী, বর্তমানে নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হিসেবে কর্মরত।
আমরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ)-এর সভাপতি ডা. মাহমুদ হাসান ও মহাসচিব ডা. এম. ইকবাল আর্সলান এক বিবৃতিতে এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন