শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

যেভাবেই হোক বিপ্লব ও সংহতি দিবস পালন করা হবে -অ্যাড. তৈমুর আলম খন্দকার

প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : হয়তো কোনো ভাবে বাধা আসতে পারে। ‘ডু অর ডাই’ যেভাবেই হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ মোতাবেক ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালন করা হবে বলে বলেছেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি অ্যাড. তৈমুর আলম খন্দকার। গতকাল শনিবার দুপুরের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, দেশ, জাতি ও বিএনপি এখন গভীর ষড়যন্ত্রের শিকার। সাম্প্রদায়িক সম্প্রীতির এ দেশ বাংলাদেশ। কিন্তু সরকার দলের উস্কানিতে দেশের বিভিন্ন স্থানে, বিভিন্ন মন্দিরে হামলা চলছে এবং এ উস্কানির অভিযোগ করেছেন মন্দির কর্তৃপক্ষই। এ কারণে সরকার দলের একজন হাইব্রিড নেতাও নাজেহাল হয়েছেন।
জেলা ছাত্রদলের যুগ্ম-আহŸায়ক মাহাবুবুর রহমান মাহবুবের সভাপতিত্বে বক্তব্যে রাখেন আব্দুল কাইয়ুম, আব্দুল হালিম, তারিকুল ইসলাম বিপুল, মালেক মিয়া, আমির হোসেন, ইদ্রিস আলী, কামরুল হাসান, ইব্রাহীম মিয়া, ফজলু মিয়া, একে আজাদ, ডা: কামাল দেওয়ান প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন