নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর উর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যর্থতা ও জনমানুষের অসহনীয় দুর্ভোগ ইস্যূতে সিলেটে বিক্ষোভ সমাবেশ করবে মহানগর বিএনপি। আগামী ২৮ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৩টায় সিলেট কেন্দ্রিয় শহিদ মিনারে এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ডঃ খোন্দকার মোশাররফ হোসেন। এদিকে এ সমাবেশ সফলের লক্ষ্যে আজ শনিবার এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে। সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকি'র সভাপতিত্বে ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী'র পরিচালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহীন, ফরহাদ চৌধুরী শামিম, এড হাবিবুর রহমান হাবিব, সৈয়দ মিছবাহ উদ্দিন, সুদীপ রঞ্জন সেন বাপ্পু, কাউন্সিলর রোকসানা বেগম শাহনাজ, নজিবুর রহমান নজীব, সৈয়দ মঈন উদ্দিন সুহেল, সদস্যদের মধ্যে জিয়াউল হক জিয়া, আব্দুর রহিম, হুমায়ুন আহমদ মাসুক, আফজল উদ্দিন, মাহবুব চৌধুরী, আবুল কালাম। সমাবেশকে সফল করতে মহানগর বিএনপি ও তার অন্তর্ভুক্ত ওয়ার্ডসমূহ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে মহানগর বিএনপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন