শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিদ্ধিরগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি ১৫ ভরি স্বর্ণালঙ্কার লুট : আহত ১

প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : পূর্ব শত্রুতার জের ধরে সিদ্ধিরগঞ্জের সাইলোগেট এলাকায় দুর্র্ধ্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র একদল ডাকাত গতকাল শনিবার ভোর রাত ৩ টার দিকে সাইলোগেট এলাকার শাহজাহান ওরফে কোটিপতি শাহজাহানের বাড়ির গেটের তালা ভেঙে প্রবেশ করে। এ সময় ডাকাতরা বাড়ির নিচ তলা ও দোতালায় প্রবেশ করে ঘরের সবাইকে হাত মুখ ও পা বেঁধে ডাকাতিকার্য চালায়। শাহজাহানের সাউথ আফ্রিকা প্রবাসী ছেলে আলমগীরের স্ত্রী খাদিজা ডাকচিৎকার দিলে ডাকাতরা তাকে কুপিয়ে আহত করে। ডাকাতরা খাদিজার ঘরের আলমারী ও ওয়াড্রোব ভেঙে ১৫ ভরি স্বর্ণালঙ্কার, ৫ টি মোবাইল ফোন, ১ টি ল্যাপটপ, ১ টি ট্যাব ও নগদ ১০ হাজার টাকা লুটে নেয়। রাত ৩ টা থেকে ৪ টা পর্যন্ত ডাকাতরা ওই বাড়িতে অবস্থান করে ঘরের মালপত্র তছনছ করে ডাকাতি করে চম্পট দেয়। গৃহকর্তা শাহজাহান ও তার বড় মেয়ে সাজেদা জানায়, ডাকাতদের মধ্যে খালিদ নামে একজনকে তারা চিনতে পেরেছে। খালিদের বাড়ি একই এলাকায় তার পিতার নাম নুরু মিয়া। গৃহকর্তা কোটিপতি শাহজাহান ও তার মেয়ে সাজেদা আরো জানায়, শাহজাহানের ছেলে জাহাঙ্গীর সাউথ আফ্রিকা প্রবাসী। সেখানে সিদ্ধিরগঞ্জের একই এলাকার নূরু মিয়ার ছেলে খালিদ সাউথ আফ্রিকায় জাহাঙ্গীরের দোকানের কর্মচারী ছিল। সে সুবাধে খালিদ জাহাঙ্গীরের নিকট ২ লাখ টাকা পাওনা রযেছে এই দাবি করে গত কয়েক দিন পূর্বে খালিদ জাহাঙ্গীরের বাবা কোটিপতি শাহজাহানের কাছে গিয়ে ওই ২ লাখ টাকা দাবি করে। কিন্তু শাহাজাহান এর কিছুই জানেন না বলে জানালে এক পর্যায়ে খালিদ বৃদ্ধ কোটিপতি শাহজাহানকে চড় থাপ্পড় দেয়। এ নিয়ে গত মঙ্গলবার এলাকায় সাবেক সিদ্ধিরগঞ্জ পৌরসভার প্রশাসক আলহাজ্ব আব্দুল মতিন প্রধানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক সালিস বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত খালিদ, তার বাবা নূরু মিয়া ও চাচা বদর উদ্দিন মেনে নেয়নি। যার কারণে তারা এই ডাকাতির ঘটনাটি ঘটিয়েছে বলে সাজেদা ও তার বাবা কোটিপতি শাহজাহান জানায়। এ ব্যাপারে গৃহকর্তা কোটিপতি শাহজাহান বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন