শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

প্রতাপনগর লঞ্চঘাটে বেড়িবাঁধে ভাঙন

আশাশুনি (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া লঞ্চ ঘাটের দু’পাশে পাউবো’র বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন লেগেছে। গতকাল শনিবার ভাঙন পয়েন্ট ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন।
গত তিন চার দিন পূর্ব থেকে লঞ্চঘাট সংলগ্ন প্রায় দু’শ ফুট বেড়িবাঁধে আকস্মিক ভাঙন দেখা দেয়। ভাঙনের খবরে এলাকার মানুষ উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। ভাঙনের খবর সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডকে জানানো হলে, গতকাল শনিবার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন এলাকা পরিদর্শনে আসেন। এসময় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তোষিকে কাইফু, ইউপি সদস্য আইয়ুব আলী সরদার, ইউপি সদস্য শহিদুল্যাহ সানা, সাবেক ইউপি সদস্য গোলাম রসুল উপস্থিত ছিলেন। নির্বাহী প্রকৌশলী বলেন, ভাঙনটি দিনে দিনে বাড়তে পারে। এজন্য দ্রুততার সাথে ভাঙন রোধের জন্য কার্যকর ব্যবস্থা নিতে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন