শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ফরিদপুরে ফেনসিডিলসহ গ্রেফতার ২

ফরিদপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

ফরিদপুরে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮। এসময় ফেনসিডিল ছাড়াও মাদক সরবরাহের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৫টি সিমকার্ডসহ ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটকরা হলেন, ফরিদপুর সদরের কানাইপুর এলাকার জলিল শেখের ছেলে নুর ইসলাম ও একই জেলার ভাঙ্গার চুমুরদী এলাকার শফিকুল ইসলামের ছেলে মো. মিঠু গতকাল শনিবার দুপুরে ফরিদপুর র‌্যাব-৮ কোম্পানি কমান্ডার মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

কমান্ডার শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার দিনগত গভীর রাতে ফরিদপুরের মাঝকান্দী নামক এলাকায় অভিযান চালায় র‌্যাব-৮ একটি টিম। এ সময় ৬২৮ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। আটকৃতরা দীর্ঘদিন যাবৎ প্রাইভেটকার যোগে ফেনসিডিল সরবরাহ করা ছাড়াও ফরিদপুর জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য ফেনসিডিল বিক্রয় করে আসছে। আটকদের বিরুদ্ধে ফরিদপুরের মধুখালী থানায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন