শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

৬ অপহরণকারী গ্রেফতার

যশোরে তিন অপহৃত উদ্ধার

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৩ এএম

যশোরে পৃথক অভিযান চালিয়ে তিন অপহৃতকে উদ্ধার ও ৩টি ককটেল বোমা, ৩টি চাকুসহ ৬ অপহরণকারীকে আটক করেছে র‌্যাব। গত শুক্রবার গভীর রাতে অভিযান পরিচালনা করে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।

ক্যাম্প অধিনায়ক লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, যশোর শহরের নীলগঞ্জ তাতীপাড়ার সাগর ও জাহিদুল নামে দুই কিশোর শহরের নাজির শংকরপুর চাতালের মোড় এলাকায় ঘুরতে যায়। এসময় একদল দুর্বৃত্তদের তাদের ধরে জিম্মি করে মুক্তিপন দাবি করে। মুক্তিপনের ১০ হাজার টাকা আনতে আটককৃতদের মধ্যে সাগরকে ছেড়ে দেয়। এরপর সে তার বাবাকে সাথে নিয়ে বিষয়টি র‌্যাবকে জানায়। এরপর র‌্যাব সদস্যরা রাত ২টার দিকে সাদাপোশাকে মুক্তিপনের টাকা নিয়ে নাজির শংকরপুর মাঠ পাড়ায় যায়। এসময় তারা অপহরণকারী দলের সদস্য আফজাল, রুহুল, ইমরান, নাঈম, মোস্তাকিন ও রাব্বিকে আটক করে। এরপর তাদের হেফাজত থেকে জাহিদুল ও মাসুম বিল্লাহ নামে আরো এক যুবককে উদ্ধার করে। মাসুম বিল্লাহকেও অপহরণকারীরা ২০ হাজার টাকা মুক্তিপনের দাবিতে বাড়ি থেকে অপহরণ করে এনে আটকে রেখেছিলো। এসময় অপহরণকারীদের কাছ থেকে তিনটি ককটেল বোমা, ৩টি চাকু, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন