শনিবার ২৬ ফেব্রুয়ারী অনুষ্ঠিত কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত প্যানেলের এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল সভাপতি এবং বিএনপি-জামায়াত ও সমমনা আইনজীবী সমর্থিত জাতীয় আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেলের এডভোকেট মুহাম্মদ তাওহীদুল আনোয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া আওয়ামী আইনজীবী পরিষদ সভাপতি সহ ৯ পদে এবং বিএনপি-জামায়াত ও সমমনা আইনজীবী সমর্থিত জাতীয় আইনজীবী ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সহ ৮ টি পদে জয় লাভ করে।
কক্সবাজার জেলায় পেশাজীবীদের সর্ববৃহৎ প্রতিষ্ঠান কক্সবাজার জেলা আইনজীবী সমিতির এই নির্বাচনে এবার মোট ৮১২ জন ভোটারের মধ্যে জেলা আইনজীবী সমিতি ভবন ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন ৭০১ জন। চকরিয়া উপজেলা চৌকি আইনজীবী সমিতি ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন ৬১ জন ভোটার। সর্বমোট ভোট কাস্ট হয়েছে ৭৬২ টি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন