সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের নির্যাতনে উজির মিয়া নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ ওঠায় উপপরিদর্শক (এসআই) দেবাশীষ সুত্রধরকে ক্লোজড করা হয়েছে।
এ ঘটনায় অতিরিক্ত ডিআইজির নেতৃত্বে দুই সদস্যের আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রোববার সকালে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশ নির্যাতনে উজির মিয়া নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগে এসআই দেবাশীষ সুত্রধরকে ক্লোজড করা হয়েছে। তাকে সুনামগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এ ঘটনায় সিলেট অতিরিক্ত ডিআইজির নেতৃত্ব দুই সদস্যের আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান আবু সাঈদ।
এর আগে এ ঘটনায় গত বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে দেবাশীষকে দিরাই থানায় বদলি করা হয়।
উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি রাতে একটি গরু চুরির মামলার সন্দেহ জনক আসামি হিসেবে নিজ বাড়ি থেকে নিহত উজির মিয়াকে গ্রেপ্তার করে শান্তিগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) আদালত থেকে জামিন পেয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসেন।
এরপর ২১ ফেব্রুয়ারি উজির মিয়ার অসুস্থতা আরও বাড়লে স্থানীয় কৈতক হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন