বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশন ওড়ালো ইউক্রেনের পতাকা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ১:৩৭ পিএম

ইউক্রেনে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে দেশটির সঙ্গে সংহতি প্রকাশ করে পতাকা উড়িয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন।

রোববার (২৭ ফেব্রুয়ারি) হাইকমিশন প্রাঙ্গণে এ পতাকা ওড়ানো হয়। ঢাকার ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন রোববার এক টুইট বার্তায় এই তথ্য জানান।

তিনি টুইটে লেখেন, ঢাকার ব্রিটিশ হাইকমিশন রোববার বিনা উস্কানি ও অবৈধভাবে রুশ আগ্রাসনের বিরুদ্ধে সংহতি প্রকাশ করে ইউক্রেনের পতাকা উড়িয়েছে।

প্রসঙ্গত, ইউক্রেন ইস্যুতে যুক্তরাজ্য এরই মধ্যে রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। রুশ হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক পরিসরে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে দেশটি।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেন ইস্যুতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানান,শিগগিরই যুক্তরাজ্য বড় পরিসরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে রাশিয়ার বিরুদ্ধে। এছাড়া রাশিয়ার ওপর জ্বালানি নির্ভরতা কমানোর বিষয়টির ওপর জোর দিয়েছেন বরিস জনসন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন