মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

রাজধানীর নীলক্ষেতে শিক্ষার্থীদের অবরোধ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২২, ১:৪৮ পিএম

রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে এইচএসসি ২০২০ ব্যাচের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দেয়ার দাবিতে এই আন্দোলন শুরু করেন তারা।

রোববার বেলা ১১টায় রাজধানীর ঢাকা কলেজের সামনে জড়ো হয়ে মিছিল নিয়ে নীলক্ষেত মোড় অবরোধ করে শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা জানান, পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদেই তারা এই কর্মসূচি পালন করছেন।

তারা বলেন, একজন শিক্ষার্থী যেকোনো কারণে প্রথমবার ভর্তির সুযোগ নাই পেতে পারেন। তাকে অন্তত দ্বিতীয়বার সুযোগ দেয়া উচিত। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত ভর্তিতে ভিন্ন ভিন্ন ভর্তি পরীক্ষা পদ্ধতি নিয়ে বিতর্কের শেষ নেই। তাছাড়া বর্তমানে সিলেকশন পদ্ধতির ফলে অনেক মেধাবীরাই কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে না। তাই সিলেকশন পদ্ধতি বাতিল করে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দিতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন