স্টাফ রিপোর্টার : ভুয়া জামানতের মাধ্যমে ৭৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক পরিচালক খবির উদ্দিন মিঞার জামিন বাতিল করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। এ সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তার প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি করতে ঢাকা মুখ্য মহানগর হাকিমকে বলা হয়েছে। এর আগে ৫ অক্টোবর হাইকোর্ট খবির উদ্দিনকে জামিন দেন। হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে দুদক লিভ টু আপিল করে। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান। খবিরের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন