শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

হাইকোর্টে আবরার হত্যা মামলার বিচারকের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২২, ২:০৯ পিএম

আলোচিত বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিচারপতি শহিদুল করিম ও বিচারপতি মো. কামরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে তিনি এ ক্ষমা প্রার্থনা করেন।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি ৫ বছরের শিশু আনন্দ হত্যা মামলার আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল শুনানিকালে বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানকে তলব করেন হাইকোর্ট।

উল্লেখ্য, রংপুরের শিশু আনন্দ হত্যা মামলায় বিচারে আইনের বিচ্যুতি ঘটায় তৎকালীন রংপুরের অতিরিক্ত জেলা জজ, বর্তমানে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান হাইকোর্টে এ ক্ষমা প্রার্থনা করেন। তিনি বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার রায় দিয়েছেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন