শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা পদে পলাশ কান্তি বালার যোগদান

প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : পলাশ কান্তি বালা (উপসচিব) খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে যোগদান করেছেন। গতকাল রবিবার নগরভবনে ভারপ্রাপ্ত মেয়র মো: আনিছুর রহমান বিশ্বাসের সাথে সাক্ষাৎপূর্বক তিনি যোগদান করেন। এর আগে তিনি কৃষি বিপনন অধিদফতর খুলনা বিভাগীয় কার্যালয়ে উপ-পরিচালক পদে কর্মরত ছিলেন। ১১তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে তিনি ১৯৯৩ সালে বরিশাল সদরে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট পদে কর্মজীবন শুরু করেন। ১৯৯৬ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত বরগুনার তিনটি উপজেলার সহকারী কমিশনার (ভূমি), ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত সিনিয়র এ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে বাগেরহাটে, ২০০১ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ্যাসিস্ট্যান্ট টু কমিশনার ও পিএসটু কমিশনার পদে এবং চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় নির্বাহী কর্মকর্তা পদে ২০০৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি বাগেরহাটের ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে এবং ২০০৮ সালে যশোর সেটেলমেন্ট অফিসে চার্জ অফিসার পদে দায়িত্ব পালন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন