বিএনপির সংগ্রাম দেশের সাধারন মানুষকে বাঁচানোর সংগ্রাম। জাতীকে মুক্ত করার সংগ্রাম। দেশের জনগনকে বাঁচানোর সংগ্রাম। দেশের অর্থনীতিতে আজ ধ্বস হয়ে গেছে। মানুষের বেঁচে থাকার কোন রাস্তা নাই। বিত্রনপির নেতা কর্মীরা আজ মিথ্যা মামলায় জর্জরিত। আমিও বহু মিথ্যা মামলার শিকার। এই ফ্যাসিবাদী আওয়ামীলীগ কাউকেই ছাড় দেয় না। আগামী দিনে দেশের মানুষকে বা্ঁচানোর জন্য কঠোর আন্দোলনে আপনারাও সবাই রাজ পথে থাকাবেন আমি এই আহবান জানাই।
কেন্দ্রেীয় বিত্রনপির ভাইস চেয়ারম্যান জননেতা আবদুল্লা আল নোমান, সোমবার (২৮ ফেব্রুয়ারি)
দেশের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যেমুল্যে উর্ধ্বগতির প্রতিবাদে ফরিদপুর বিভাগীয় বিত্রনপির কর্তৃিক আয়োজিত, প্রতিবাদ সমাবেশে ফরিদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে সকলের উপস্হিতিতে তিনি উল্লেখিত কথা গুলো বলেন।
প্রতিবাদ সমাবেশের সভাপতি,বিত্রনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেন,জনগনের বিপদে এবং দেশের ক্লান্তি কালে যে দল মানুষের পাশে দাঁড়ায় সে দল হলো বেগম জিয়া ও তারেক রহমানের বিত্রনপি।
দেশের খেটে খাওয়া, অভাবী, অসহায় ও নিপিড়িত মানুষের পক্ষে এবং নিত্যপন্যের উর্ধ্বগিতর বিপক্ষে এবং সরকারকে বিদায় করতে আমরা মাঠে নেমেছি।
প্রতিবাদ সমাবেশে, বক্তব্য রাখেন, বিত্রনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব শাহাজাদা মিয়া বিত্রনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,,এডঃ মোদারেস আলী ইছা, ইয়াসমিন- আরা হক, কেন্দ্রেীয় কৃষক দলের ভাইস প্রেসিডেন্ট খন্দকার নাছিরুল হক, কেন্দ্রেীয় যুবদলের সহ-সভাপতি মাহবুবুল হাসান পিংকু, কেন্দ্রীয় যুবদল, মোঃ হাবিবুর রহমান হাফিজ সহ- সভাপতি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল, নায়াব ইউসুফ যুগ্ন- সম্পাদক মহিলাদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, কেন্দ্রীয় যুদল নেতা, ইউসুফ বিন জলিল,ফরিদপুর জেলা যুবদলের সাবেক সভাপতি আবজাল হোসেন খান পলাশ,ফরিদপুর জেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক মোঃ জুলফিার হোসেন জুয়েল, জেলা যুবদলের বর্তমান সভাপতি, মোঃ রাজিব হোসেন, সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজির আহম্মেদ তাবরিজ, ছাত্রদলের ফরিদপুর বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ তানজিমুল হাসান কায়েস,ছাত্রদল নেতা সৈয়দ আদনান হোসেন (অনু),সহ প্রমুখ নেতৃবৃন্দ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন