স্টাফ রিপোর্টার : দেশের বিভিন্ন জেলায় কমর্রত ১১ সাব-রেজিস্ট্রারকে বদলির প্রস্তাব অনুমোদন দিয়েছে আইন মন্ত্রণালয়। গতকাল রোববার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়, উল্লেখিত সাব-রেজিস্ট্রারগণকে আগামী ১৩ নভেম্বর বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে বিধি মোতাবেক বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য বিজ্ঞপ্তি জারি করতে মহাপরিদর্শক নিবন্ধনের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বদলির অনুমোদন পাওয়া কর্মকর্তাদের মধ্যে গাজী আবু হানিফকে ঢাকার আশুলিয়া থেকে সাতক্ষীরার কালীগঞ্জে, পরিতোষ কুমার দাসকে চকোরিয়া কক্সবাজার থেকে ঢাকার বাড্ডায় মো. মিজানুর রহমানকে ঢাকার বাড্ডা থেকে খুলনা সদর, মো. আব্দুল সালামকে ঢাকা সদর রেকর্ডরুম থেকে ঠাকুরগাঁও সদরে, আফছানা বেগমকে কিশোরগঞ্জ সদর থেকে পাবনার সাথিয়ায়, মো. সামছুল আলমকে মহাদেবপুর নওগাঁ থেকে ঢাকার আশুলিয়ায়, আশরাফুল ইসলামকে পাবনার সাথিয়া থেকে মহাদেবপুর নওগাঁয়, রবীন্দ্র নাথ বিশ্বাসকে পিরোজপুর মঠবাড়িয়া থেকে কিশোরগঞ্জ সদরে, মো. কুদ্দুস হাওলাদারকে ভোলার লালমোহন থেকে ঢাকা সদরে,মো. জহুরুল ইসলামকে ঢাকা সদর থেকে জয়পুরহাট সদরে এবং মো. সিরাজুল করিমকে চট্টগ্রামের পাহাড়তলী থেকে ঢাকা সদর রেকর্ডরুমে বদলির আদেশ দেয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন