শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

এবার চমেক মর্গের ডোম গ্রেফতার

লাশের সাথে বিকৃত যৌনাচার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২২, ১২:০২ এএম

এবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশের সাথে বিকৃত যৌনাচারের অভিযোগে এক ডোমকে গ্রেফতার করেছে সিআইডি। গতকাল সোমবার বিকেলে চমেক হাসপাতালের লাশ কাটা ঘরের সামনে থেকে মো. সেলিম (৪৮) নামে ওই ডোমকে গ্রেফতার করা হয়।
সিআইডি চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ ইনকিলাবকে বলেন, গত বছরের ফেব্রুয়ারিতে ১২ বছরের এক কিশোরী এবং এপ্রিলে ৩২ বছর বয়সী এক নারীর লাশের সাথে বিকৃত যৌনাচার করে ওই ডোম। ময়নাতদন্তে ওই দুজনের দেহে ধর্ষণের আলামত পাওয়া যায়। পরীক্ষা-নিরীক্ষায় দুজনের যৌনাঙ্গে এক ব্যক্তির শুক্রাণুর উপস্থিতি পাওয়া যায়।
ডিএনএ পরীক্ষায় লাশের সাথে বিকৃত যৌনাচারের প্রমাণ পাওয়ায় ওই ডোমকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার কুকর্মের কথা স্বীকার করেছে। গ্রেফতার সেলিম কুমিল্লা জেলার লাকসাম উপজেলার সাতেশ্বর গ্রামের মৃত নোয়াব আলীর পুত্র। তার বিরুদ্ধে পাঁচলাইশ মডেল থানায় মামলা হয়েছে।
সিআইডি কর্মকর্তারা জানান, মর্গে রাতে ময়নাতদন্ত হয়না। এজন্য কোন লাশ আসলে রাতে সেখানে রেখে দেয়া হয়। আর ওই সুযোগে ডোম এ অপকর্ম করেছে। ধারণা করা হচ্ছে এর আগেও সে এ ধরনের বিকৃত যৌনাচার করেছে। তাকে এসব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে আনা হবে। এর আগে ২০২০ সালের নভেম্বরে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এ ধরনের অপকর্মের জন্য মুন্নাভক্ত নামে এক ডোমকে গ্রেফতার করেছিল সিআইডি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন