শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ভয়াবহ অগ্নিকাণ্ডে পবিত্র কুরআন অক্ষত খুলনায়

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২২, ১২:০২ এএম

খুলনার পাইকগাছার আগড়ঘাটা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান সম্পূর্ন ভষ্মিভূত হয়ে গেছে। দোকান দুটির সব মালামাল পুড়ে গেলেও অলৌকিক ভাবে রক্ষা পেয়েছে মহাগ্রন্থ আল কুরআন। গত রোববার রাত ১১টার দিকে অগ্নিকাণ্ডটি ঘটে।
দাকান মালিকসহ স্থানীয়রা জানায়, গত রোববার বিকেলে আকষ্মিক ঝড়-বৃষ্টি শুরু হলে বাজারের অধিকাংশ দোকান-পাট বন্ধ হয়ে গেলে সন্ধ্যায় জনমানব শূণ্য হয়ে পড়ে গোটা বাজার। এরপর রাত আনুমানিক ১১টার দিকে শেফা হোমিও হল অ্যান্ড গার্মেন্টস ও পাশের ফ্রেন্ড টেইলার্স নামে দুটি প্রতিষ্ঠানে আগুন লাগে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়। শেফা হোমিও হল অ্যান্ড গার্মেন্টসর স্বত্বাধিকারী যথাক্রমে সুলতান গজী ও মো. সিদ্দিকুর রহমান ও ফ্রেন্ডস টেইলার্সর স্বত্বাধিকারী মতিয়ার রহমান জানান, দুটি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। কিন্তু আল্লাহর কুদরতে দোকানের মধ্যে থাকা কুরআন শরীফ পুড়েনি। আগুন নেভানোর পর স্থানীয়রা প্রায় অক্ষত অবস্থায় কুরআন শরীফ উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Noor Mohammad Erfan ২৮ মার্চ, ২০২২, ৬:১২ পিএম says : 0
সুবহানাল্লাহ ওয়ালহামদলিল্লাহ আল্লাহু আকবার।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন