ফরিদগঞ্জ (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা : চাঁদপুর পল্লী বিদ্যুত সমিতি-২ অধীনে ফরিদগঞ্জ জোনাল অফিসসহ কর্মরত প্রায় একশত মিটার রিডার-ম্যাসেঞ্জার তাদের চুক্তিভিত্তিক চাকরি স্থায়ীকরণসহ তিন দফা দাবিতে গতকাল রোববার উপজেলা নির্বাহীসহ কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি দিয়েছে। তাদের দাবি আদায়ের লক্ষ্যে ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সোমবার থেকে তারা কর্মবিরতিতে যাচ্ছেন।
মিটার রিডাররা জানান, শ্রম সংশোধনী আইন-২০১৩ মোতাবেক কোনো স্থায়ী প্রতিষ্ঠানে কাজের জন্য মাস্টাররোল কিংবা চুক্তিভিত্তিক কোনো শ্রমিক নিয়োগ দেয়া যাবে না। কিন্তু পল্লী বিদ্যুত সমিতির মতো বিশাল প্রতিষ্ঠান দীর্ঘদিন থেকে মিটার রিডার- ম্যাসেঞ্জার পদে অস্থায়ীভাবে নিয়োগ দিয়ে তাদের প্রতি অমানবিকতার পরিচয় দিচ্ছে। তাই তাদের চাকরি স্থায়ীকরণসহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে যথাযথ কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি দেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন