শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মহান আল্লাহ রাব্বুল আলআমীনের দরবারে পানাহ চেয়ে আখেরি মোনাজাতের মাধ্যমে বিশ্ব জাকের মঞ্জিলে বিশ্ব উরশ শরিফ সম্পন্ন

বিশেষ সংবাদদাতা, বরিশাল | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২২, ১২:৩৭ পিএম

বুক ফাঁটা কান্না আর আহাজারী নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলÑআমীনের দরবারে পানাহ চেয়ে আখেরি মোনাজাতের মাধ্যমে বিশ^ জাকের মঞ্জিলে ৪ দিন ব্যপী বিশ^ উরশ শরিফ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাতের শেষ প্রহরে রহমতের সময় থেকে এ দরবার শরিফে ৪র্থ দিনের কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন তোলাওয়াত, মিলাদ, জিকির এবং মোরাকাবা শেষে ফজর নামাজ আদায় করেন লক্ষ লক্ষ মুসুল্লী। ফজর নামাজ বাদে ফাতেহা শরিফ ও খতম শরিফ আদায়ন্তে পুনরায় কোরআন তেলাওয়াত ও মিলাদ শেষে বিশ^ জাকের মঞ্জিলের পীর ছাহেব হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের রওজা শরিফ জিয়ারতের নিয়তে ফাতেহা শরিফ আদায়ন্তে আখেরি মোনাজাতে অনুষ্ঠিত হয়। দেশ ও জাতী সহ মুসলিম উম্মাহর জন্যও বিশেষ দোয়া করা হয়।
বিশ^ জাকের মঞ্জিল ও সন্নিহিত প্রায় ২৫ বর্গ কিলোমিটার এলাকার বিশাল এলাকা যুড়ে সকাল সাড়ে ৭টা থেকে প্রায় ২৫ মিনিট ব্যাপী এ মোনাজাতে দেশ বিদেশের লক্ষ লক্ষ জাকেরান ও আশেকান সহ মসুল্লীয়ান অংশ নেন। গত শুক্রবার জুমার নামাজ বাদ বিশ^ জাকের মঞ্জিলের পীর ছাহেবের রওজা শরিফ জিয়ারতের মাধ্যমে এ উরশ শরিফের সূচনা হয়। এ দরবার শরিফের বিশাল সামিয়ানার নিচে ধনি-গরীব ও বর্ণ নির্বিশেষে সবাই এক কাতারে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় সহ জিকির এবং মোরাকবায় অংশ নেয়া ছাড়াও দেশবরেণ্য ওলামায়ে কেরামগনের ওয়াজ নসিহত শোনেন। এবারের এ উরশ শরিফে পাকিস্তান ও ভারত ছাড়াও বিশে^র ২৫টি দেশের বিপুল সংখ্যক জাকেরান ও আশেকানগন অংশ নেন। ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, কুচবিহার ছাড়াও আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্য থেকেও বিপুল সংখ্যক জাকেরান ও আশেকান ফরিদপুরের আটরশির বিশ^ জাকের মঞ্জিলের উরশে ছুটে আসেন।
এ দরবার শরিফে লক্ষ লক্ষ মুসুল্লীয়ান সহ উরশে অংশগ্রহনকারী সবার জন্য দু বেলা আহার সহ অজু গোসল এবং নামাজ আদায়ের সব ব্যবস্থা নিশ্চত করা হয়। মোনাজাত শেষ হবার পরে বিশ^ জাকের মঞ্জিলের নিয়মনুযায়ী বিদায়ী খানা খেয়ে সমবেত মুসুল্লীয়ীনগন যার যার ঘরে ফিরতে শুরু করেছন। বিপুল সংখ্যক আইনÑশৃংখলা বাহিনীর সদস্য ছাড়াও হাজার হাজার সেচ্ছাসেবসক এ দরবার শরিফের সংযুক্ত সবগুলো সড়কে যানবাহন চলাচল নির্বিঘœ রাখতে কাজ করে যাচ্ছেন। বরিশালÑফরিদপুরÑঢাকা এবং খুলনাÑঢাকা জাতীয় মহাসড়কে সংযুক্ত বিশ^ জাকের মঞ্জিলমুখি ৩টি সড়কে যান চলাচল নির্বিঘœ রাখতে বিপুল সংখ্যক ট্রাফিক পুলিশ সহ জেলা পুলিশও মোতায়েন রয়েছে। এমনকি বিশ^ জাকের মঞ্জিলের অদুরে পুকুরিয়া স্টেশন থেকে রাজশাহী ও সন্নিহিত এলাকার বিপুল সংখ্যক মুসুল্লী ট্রেনে করে গন্তব্যে রওয়ানা হয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন