বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামীলীগ সরকার ও এই নির্বাচন কমিশনের অধীনে কোন নির্বাচনের অংশ নিবেনা বিএনপি। যে কোন মূল্যেই তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে এনে নির্বাচনে অংশ নেবে বিএনপি। বুধবার বিকেলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যেও উর্দ্ধগতির প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসুচির অংশ হিসেবে টাঙ্গাইল শহরের রেজিষ্ট্রিপাড়া সড়কে বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।
তিনি আরোও বলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির ফলে মানুষের নাভিশ্বাস উঠেছে। সীমাহীন কষ্টে দিন পার করছে সাধারণ মানুষ। আর ঘরে ঘরে বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নিরপেক্ষ সরকারের অধীনে বেগম খালেদা জিয়াকে মুক্ত এবং বিএনপির সিনিয়র ভাইচ চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে ।
বিএনপির ভাইচ চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক এডভোকেট আহমেদ আযম খানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রিয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন ফকির, নাসির উদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহীন, এডভোকেট ফরহাদ ইকবাল, কাজী শফিকুর রহমান লিনট ও অমর ব্যানার্জীসহ অনান্য নেতৃবৃন্দ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন