বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি কামরুন নাহার

প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : অনিয়মে জর্জরিত রাষ্ট্রায়ত্ত প্রবাসী কল্যাণ ব্যাংককে নতুনভাবে সাজানোর পরিকল্পণা গ্রহণ করেছে সরকার। আর এ লক্ষ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব বেগম কামরুন নাহার আহমেদকে প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব প্রদান করা হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মঙ্গলবার এক আদেশে জানিয়েছে, ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়মিত নিয়োগ না হওয়া পর্যন্ত ব্যাংকের দৈনন্দিন কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই নিয়োগ দেয়া হয়েছে। কামরুন নাহার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ব্যাংকের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসা মোশাররফ হোসেন চৌধুরীকে গত ৮ ফেব্রæয়ারি ওই পদ থেকে সরিয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত করা হয়। একই সঙ্গে উপব্যবস্থাপনা পরিচালক পদেও নতুন আদেশ হয়েছে । ওই দায়িত্বে থাকা মো. লুৎফর রহমানকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে ফিরিয়ে নিয়ে উপব্যবস্থাপনা পরিচালক পদে প্রদান করা হয়েছে যুগ্ম সচিব মো. সেলিম রেজাকে। ২০১১ সালের ২০ এপ্রিল প্রবাসী কল্যাণ ব্যাংক যাত্রা শুরু করলেও ব্যাংকিং শুরু হয় ওই বছর ডিসেম্বরে। বিদেশগামী কর্মীদের ৯ শতাংশ সুদে ঋণ দেয়া হয় এই বাংক থেকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
md samim Hossain ২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:৩৮ পিএম says : 0
আমি কি ভাবে প্রবাসি কল্যাণ ব্যাংক থেকে লোন পাবো?
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন