শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দীঘিনালায় আগুনে পুড়লো বসতঘর

খাগড়াছড়ি থেকে স্টাফ রিপোটার | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২২, ৫:৪০ পিএম

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বেতছড়ি পশ্চিম পাড়ায় এক জনের বসতঘর পুড়ে গেছে। পুড়ে যাওয়া বসতঘরের মালিকের নাম আকবর লিডার।
বৃহস্পতিবার দুপুরে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পুরো বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
জানা যায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আকবর লিডারের বসতঘরে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তে আগুন পুরো বসতঘরে ছড়িয়ে পড়ে। এসময় আগুন নেভানোর জন্য প্রতিবেশীরা এগিয়ে এলেও অতিরিক্ত তাপের কারণে নেভানো সম্ভব হয়নি।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বসতঘর সকল আসবাবপত্র প্রয়োজনীয় দলীলপত্র পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা এবং উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোস্তফা কামাল মিন্টু ঘটনাস্থল পরিদর্শন করেন। বসতবাড়ীর মালিক আকবর লিডারকে শান্তনা দেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নগদ সাড়ে সাত হাজার টাকা অনুদান হিসেবে প্রদান করেন।
এছাড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোস্তফা কামাল মিন্টু বস্তা চাল, ডাল তেল আলু প্রদান করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন