ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান সাইদসোহরাব গুরুতর অসুস্থ্য হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে সেখানে তাঁর ওপেন হার্ড সার্জারি শুরু হয়েছে। এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. জুলফিকার হায়দারের নেতৃত্বে চিকিৎসক দল তার অপারেশন করবেন।
সাইদুর রহমান সাইদসোহরাবের বড় ভাই মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন বাবর এই তথ্য নিশ্চিত করেছেন।
সাইদসোহরাব মির্জাপুর উপজেলা সদরের পোষ্টকামুরী গ্রামের বাসিন্দা। তিনি ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন। পরে বিশেষ কারণে তার পরিবর্তন করে বিএনপি। অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ বাবর জানান, গত কয়েক মাস আগে তাঁর হার্ডে একটি ব্লক ধরা পড়ে। গত পনের দিন আগে বুকে ব্যথা অনুভব করলে পরীক্ষা করে দুইটি ব্লক ধরা পড়ে।
এদিকে সাইদসোহরাবের সুস্থ্য তার জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন বড় ভাই সালাহ উদ্দিন আহমেদ বারব। # মো. জাহাঙ্গীর হোসেন, মির্জাপুর, ০৩-০৩-২০২২
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন