শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

যুদ্ধাপরাধীদের চেয়ে দুর্নীতিবাজরা হচ্ছে ভয়ংকর - এমপি মোকাব্বির খান

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২২, ৭:৪৩ পিএম | আপডেট : ৮:০৭ পিএম, ৩ মার্চ, ২০২২

সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খান বলেন, জাতির উন্নয়নের বড় বাধা হচ্ছে দুর্নীততি। তাই দুর্নীতিবাজরা যুদ্ধাপরাধীদের চেয়ে ভয়ংকর। এদের বিরুদ্ধে ট্রাইবুনাল গঠন করা হলে দেশ দুর্নীতিমুক্ত হতে বেশি সময় লাগবে না। এই দুর্নীতিবাজদের কারণে আজ নিত্যপণ্য জিনিসের দাম বাড়ছে। এদের লাগাম ধরতে কোন ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না। এ রাষ্ট্রের মালিক জনগণের জান-মালের নিরাপত্তা বিঘ্ন হচ্ছে।
সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথের) সংসদ সদস্য মোকাব্বির খান আজ বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে স্থানীয় কুরুয়াাজারে ওসমানীনগর উপজেলা গণফোরামের কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দয়ামীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুর উদ্দিন নুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, গণফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য৷ মোস্তাক আহমদ, এডভোকেট সুরাইয়া বেগম, প্রভাষক নাজমুল ইসলাম সকগর, তাজপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, পশ্চিম পৈলনপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমন, মালেকা চৌধুরী, সাবেক চেয়ারম্যান এমজি খালেদ রাসুল লটই, জেলা গণফোরাম নেতা নির্মল চন্দ্র রুনু, আব্দুল হাশিম, গোলাম কিবরিয়া,শামী আহমদ, দেলোয়ার হোসেন, লুৎফুর রহমান প্রমূখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন