শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

গবাদিপশু বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন গৃহকর্তা

টাঙ্গাইল জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২২, ১২:০৩ এএম

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার তেরবাড়িয়া গ্রামে আগুন থেকে গবাদি পশু বাঁচাতে গিয়ে স্বামী-স্ত্রী দগ্ধ হওয়ার ঘটনায় গুরুতর আহত স্বামীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে দগ্ধ গৃহকর্তা শাহাদৎ হোসেন সাধু ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই গৃহকর্তার মেয়ে সাজেদা বেগম এবং প্রতিবেশী শিহাব হোসেন বিষয়টি জানান। এর আগে, গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের তরবাড়িয়া গ্রামে শাহাদৎ হোসেনের গোয়ালঘরে আগুন লাগে। গবাদি পশু বাঁচাতে গিয়ে শাহাদৎ হোসেন সাধু ও তার স্ত্রী জয়মনা আগুনে মারাত্মক দগ্ধ হন। এতে শাহাদতের দেহের প্রায় ৭০ শতাংশ এবং স্ত্রীর শরীরের প্রায় ৩০ শতাংশ পুড়ে যায়। স্বামী-স্ত্রী দুজনকেই গত বুধবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। গৃহবধূ জয়মনা এখনো চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় গোয়ালঘরে থাকা তাদের একটি গরু ও চারটি ছাগল পুড়ে মারা যায়। দুটি গরু গুরুতর দগ্ধ হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন